,

উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া

উৎপাদন মুখী ব্যবসার মূল্য মানুষ বুঝতে সক্ষম হয়েছে। যার কারনে অনেকেই উৎপাদন মুখী শুরু করতে চাচ্ছে। কিন্তু তারা উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে কিছুই জানে না। তাই আমরা এই পোস্টে উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে আলোচনা করবো।
প্রতিদিন অনলাইন ব্যবসা প্রসার করতেছেন। তাই আমাদের বসে না থেকে অনলাইন হোক অফলাইন হোক যেকোন একটা ব্যবস্থা করা উচিত। সামনে অনেকগুলো ব্যবস্থা আইডিয়া আসেন। কিন্তু তার মধ্যে অন্যতম হলো উৎপাদন মুখী ব্যবসা. কারণ উৎপাদন মুখী ব্যবসায় অনেক লাভবান হওয়া যায়।

উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া

উৎপাদন মুখে ব্যবসার আইডিয়া সম্পর্কে জানার আগে উৎপাদন মুখী ব্যবসা কি জানতে হবে। যে ব্যবসায় পণ্য উৎপাদন থেকে শুরু করে, পণ্য ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত সকল কাজকর্ম করা হয় তাকে উৎপাদন মুখী ব্যবসা বলে। আপনি যদি উৎপাদন মুখে ব্যবসা করতে চান তাহলে আপনার কাছে ভালো পরিমাণ পুঁজি থাকতে হবে। কম পুজিতে উৎপাদন কিভাবে ব্যবসা করলে সহজে সফল হওয়া যায় না। 

বর্তমানে উৎপাদন মুখী ব্যবসার চাহিদা বেড়েছে। তাই অনেকেই উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে আগ্রহী। উৎপাদন মুখী ব্যবসা তে লসের পরিমাণ কম হয়। চলুন উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক: 
প্রথমে আপনাকে এমন কোন পণ্য উৎপাদন করতে হবে যার চাহিদা বেশি। 
শুধু পণ্য উৎপাদন করলেই হবে না যথাযথ ভাবে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি করতে হবে। 
ব্যবসার প্রচার প্রচারণার দিকে বিশেষ ভবে নজর দিতে হবে। 

নিচে কিছু উৎপাদন মুখী ব্যবসার তালিকা তুলে ধরা হলো:
  • মাছের ব্যবসা 
  • দুধের ব্যবসা 
  • মিষ্টির ব্যবসা 
  • কাঁচামালের ব্যবসা 
  • পোশাকের ব্যবসা 
  • খেলনা তৈরীর ব্যবস্থা 
  • ভেষজ ওষুধ তৈরির ব্যবসা 
  • তেল তৈরির ব্যবসা; ইত্যাদী 
আশা করছি উপরের আইডিয়া গুলো কাজে লাগিয়ে আপনি উৎপাদন মুখী ব্যবসায় সফল হবেন।

নতুন ব্যবসার আইডিয়া

বর্তমানে অনেকেই ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই চাকরির পরিবর্তে ব্যবসা কে বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ ব্যবসা নিলে ইচ্ছামত করা যায়, বসের বকাঝকা 
শোনার কোন চিন্তা থাকে না। আপনিও চাইলে নতুন ব্যবসার আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

নতুন ব্যবসা শুরু করার আগে মানুষ বিনিয়োগ, লাভ-লস, পুঁজি সবকিছুর প্রতি বিশেষ নজর দেয়। কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলো নতুন ব্যবসায়ীদের জন্য লাভজনক এবং কম পুঁজিতে করা সম্ভব। তাহলে চলুন নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক:
ইলেকট্রিক জিনিসপত্র সারানোর ব্যবসা:
বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার বেড়েছে। আর ইলেক্ট্রিক্যাল জিনিসপত্র নষ্ট হবেই। তাই আপনি চাইলে ইলেকট্রিক্যাল জিনিসপত্র সারানোর ব্যবস্থা শুরু করতে পারেন। এ ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। 
উপহার এর ব্যবসা: 
বর্তমানে মানুষ মানুষকে প্রচুর উপহার দেয়। আপনি চাইলে ছোটখাটো উপহারের ব্যবসা শুরু করতে পারেন। এ ব্যবসায় আপনি অনেক লাভবান হবেন।
রান্নার ব্যবসা:
আপনি চাইলে রান্না করা খাবার বিভিন্ন অফিস কর্মচারী বা ব্যস্ত মানুষদের কাছে বিক্রি করে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনি কম পুঁজি তে ভালো ব্যবসা করতে পারবেন।
কুরিয়ার সার্ভিসের ব্যবসা: 
আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতে পারেন। কুরিয়ার সার্ভিসের ব্যবসায় লসের পরিমাণ খুবই কম হয়।
জেন্স পার্লারের ব্যবসা:
সব জায়গায় লেডিস পার্লার থাকলেও জেনস পার্লার থাকে না। তাই যেখানে জেনস পার্লার নেই সেখানে জেনস পার্লার তৈরি বললে আপনি অনেক মুনাফা অর্জন করবেন।
ফ্রিল্যান্স: 
Upwork fiver এসব সাইটে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে , ক্লায়েন্ট এর মাধ্যমে আপনি টাকা-পয়সা উপার্জন করতে পারবেন। 

আপাতত নতুন ব্যবসা হিসেবে আপনি উপরোক্ত ব্যবসা হল শুরু করতে পারেন।

পাইকারি ব্যবসার আইডিয়া

উৎপাদনকারী থেকে পাইকারি মূল্যে অনেকগুলো পণ্য একসাথে নেওয়ার ব্যবসা কে পাইকারি ব্যবসা বলে। পাইকারি ব্যবসায়ীরা কম মূল্যে পণ্য সংগ্রহ করে অনেক চড়া দামে খুচরো ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করে। উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতুবন্ধন সৃষ্টিকারী হচ্ছে পাইকারি ব্যবসায়ী। 

খুচরা ব্যবসায় লাভ করতে অনেক দেরি হলেও পাইকারি ব্যবসায় লাভ সহজে করা যায়। তাই অনেকেই পাইকারি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে আগ্রহী। বুদ্ধিমত্তার সাথে পাইকারি ব্যবসা করলে সহজেই অনেক টাকা পয়সার মালিক হওয়া সম্ভব। নিচে পাইকারি ব্যবসার আইডিয়া তুলে ধরা হলো: 
  • ফলের পাইকারি ব্যবসা 
  • চা পাতার পাইকারি ব্যবসা 
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের পাইকারি ব্যবসা 
  • স্টেশনারি জিনিসপত্রের পাইকারি ব্যবসা 
  • মুদি জিনিসপত্রের পাইকারি ব্যবসা 
  • কাপড়ের পাইকারি ব্যবসা 
  • কাঁচামালের পাইকারি ব্যবসা 
  • চামড়ার পাইকারি ব্যবসা 
  • তেলের পাইকারি ব্যবসা
  • মাছের পাইকারি ব্যবসা; ইত্যাদী 

বিদেশি ব্যবসার আইডিয়া

দেশের মানুষের চাহিদার উপর ভিত্তি করে দেশে এখন বিদেশী ব্যবসা করা সম্ভব। বিদেশী ব্যবসায় অনেক সুযোগ-সুবিধা থাকে। তাই এখন অনেকেই বিদেশী ব্যবসা প্রতি ঝুঁকছে। যার ফলে মানুষ বিদেশি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে। 

আপনি যদি বিদেশি ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়ার পর এসে ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসা করা আপনার জন্য সহজ হবে। বেশি ব্যবসার সম্পর্কে দুর্দান্ত কিছু আইডিয়া রয়েছে। চলুন বিদেশি ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক: 
  • ডেস্টিনেশন ওয়েডিং এর ব্যবসা 
  • বিদেশি ভাষার স্কুল 
  • ইমপোর্ট এক্সপোর্ট এর ব্যবসা 
  • বিদেশি পণ্যের অনলাইন ব্যবসা 
  • মেডিকেল ট্যুরিজম এজেন্সি
  • ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারি 
  • আউটসোর্সিং 
  • বিদেশি রেস্টুরেন্টের ব্যবসা

গ্রামের ব্যবসার আইডিয়া

বাংলাদেশে ও ভারত অঞ্চলে অনেক গ্রাম রয়েছে। অনেকেই মনে করেন ব্যবসা শুধু শহরেই হয়, গ্রামে ব্যবসা করা সম্ভব নয়। বাস্তবে এ ধারণা ভুল। সঠিক ব্যবসা করলে গ্রামেও ব্যবসা করা সম্ভব। 

গ্রামে ব্যবসা করার জন্য গ্রামের ব্যবসার আইডিয়া অবশ্যই জানতে হবে। যেহেতু গ্রামের অধিকাংশ মানুষ আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় তাই গ্রামে যে কোন ব্যবসা করার আগে ভাবনা-চিন্তা করতে হবে। তাহলে চলুন গ্রামের ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক: 
  • দুধের ব্যবসা 
  • মিষ্টির ব্যবসা 
  • উপহারের ব্যবসা 
  • সেলুন ব্যবসা 
  • মশলা ব্যবসা 
  • মাটির পাত্র তৈরির ব্যবসা
  • মৌসুমী ব্যবসা 
  • পাটের বিভিন্ন জিনিস তৈরির ব্যবসা 
  • মোবাইল ব্যাংকিং এর ব্যবসা 
  • ইট তৈরির ব্যবসা 
  • মুদি দোকানের ব্যবসা 
  • সেলাইয়ের ব্যবসা
  • বৈদ্যুতিক পণ্যের ব্যবসা; ইত্যাদী। 

স্টক ব্যবসার আইডিয়া

বর্তমানে ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এই ব্যবসার দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সকল ধরনের ব্যবসার মধ্যে স্টক ব্যবসা অন্যতম। স্টক ব্যবসায় ক্ষতির পরিমাণ কম হয়। 

বিভিন্ন ধরনের স্টক ব্যবসায়ী লাভ ক্ষতি বিভিন্ন রকম। আপনি যদি স্টক ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার স্টক ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। আপনার জন্য পোস্টে স্টক ব্যবসার আইডিয়া তুলে ধরা হলো: 
  • আলুর স্টক ব্যবসা 
  • পেঁয়াজের স্টক ব্যবসা
  • মসলার স্টক ব্যবসা
  • মধুর স্টক ব্যবসা 
  • ডিম স্টক ব্যবসা 

বড় ব্যবসার আইডিয়া

বড় ব্যবসা করার আগে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। ব্যবসা বর্তমানে সবাই করতে চাই তবে আইডিয়ার অভাবে সবাই ব্যবসা শুরু করতে পারে না। আজ কোন কোন বড় ব্যবসা করলে লাভ বেশী, ক্ষতি বেশি তুলে ধরা হবে।

বড় ব্যবসায় ঝুঁকি বেশি। তবে একবার লাভবান হলে আপনি বড়লোক হয়ে যাবেন। বড় ব্যবসায় সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অনেক পরিশ্রমী ও ধর্যশিল হতে হবে। তাহলে চলুন বড় ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক: 
  • জুয়েলার্সের ব্যবসা 
  • আমদানির-রপ্তানির ব্যবসা 
  • রড সিমেন্ট এর বে ব্যবসা 
  • স্যানিটারি জিনিস পত্রের ব্যবসা 
  • বড়ো আকারের ফার্মেসির ব্যবসা 
  • টাইলসের ব্যবসা 
  • পুকুরের ব্যবসা
  • পর্যটন কেন্দ্রের ব্যবসা 

ছোট ব্যবসার আইডিয়া

ছোটো ব্যবসা দিয়ে শুরু করার পরই আপনি একদিন বড়ো ব্যবসায়ী হবেন। অনেকে ভাবে ছোট ব্যবসা করলে সফল হওয়া যায় না। তবে কথাটি ভুল। ছোটো ব্যবসা শুরু করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, যেটা আপনার জীবনে কাজে লাগবে। 

ছোটো ব্যবসা শুরু করার আগে আপনার ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। তাহলে আপনি সঠিক একটি ধারণা পাবেন এবং ভুল পথে যাবেন না। চলুন ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক:
  • দুধের ব্যবসা 
  • মিষ্টির ব্যবসা 
  • উপহারের ব্যবসা 
  • সেলুন ব্যবসা 
  • হ্যান্ড ক্রাফটের ব্যবসা
  • মশলা ব্যবসা 
  • মাটির পাত্র তৈরির ব্যবসা
  • মৌসুমী ব্যবসা 
  • পাটের বিভিন্ন জিনিস তৈরির ব্যবসা 
  • মোবাইল ব্যাংকিং এর ব্যবসা 
  • ইট তৈরির ব্যবসা 
  • মুদি দোকানের ব্যবসা 
  • সেলাইয়ের ব্যবসা
  • বৈদ্যুতিক পণ্যের ব্যবসা; ইত্যাদী.

৭ অনলাইন মার্কেটিং কৌশল:

অনলাইন ব্যবসায় টিকে থাকতে হলে অনলাইন মার্কেটিং কৌশল গভীরভাবে জানতে হবে। না হলে আপনি একসময় হারিয়ে যাবেন। জীবনে তারাই সফলতা অর্জন করে যারা কৌশলী একই সাথে পরিশ্রমী। 

তাই এখন আমরা অনলাইন মার্কেটিং কৌশল সম্পর্কে জানবো। শুধু জানলেই হবে না কৌশল কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। অনলাইন মার্কেটিং কৌশল নিম্নরূপ: 

প্রথমত একটি সুন্দর পরিকল্পনা করা। অর্থাৎ আপনি কোন পন্য নিয়ে ব্যবসা করবেন, পণ্য সংগ্রহ ও বিপণন কিভাবে করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে আপনি দর্শকদের সাথে কানেক্ট হবেন এসকল বিষয় নিয়ে পরিকল্পনা করতে হবে। একটি সুন্দর প্ল্যান আপনার চলার পথকে আরো সহজ করে দিবে।

অনলাইন ব্যবসায় সফল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা। অর্থাৎ সবার থেকে ব্যতিক্রম কিছু নিয়ে বাজারে আসা। অনলাইনে অনেক উদ্যোক্তা রয়েছে আপনি যদি সবার থেকে ব্যতিক্রম কিছু নিয়ে ব্যবসা করতে আসেন তাহলে আপনার সফল হওয়ার পথ সুগম হবে। তাই নিজের সর্বোচ্চ বুদ্ধি খাটিয়ে ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করবেন।

একটি জিনিস শুরু করার আগে তার নাম নির্ধারণ করতে হয়। আপনার ব্যবসার একটি আকর্ষণীয় নাম দিতে হবে। ক্রেতা যেনো সহজে আপনার ব্যবসার নাম মনে রাখতে পারে সেরকম সহজ এবং আকর্ষণীয় নাম নির্ধারণ করতে হবে।

চতুর্থ ধাপে আপনার ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম পূর্ণ করতে হবে। এক্ষেত্রে ভালো হয় শুরুর দিকে ফেসবুক পেজের মাধ্যমে আপনার ব্যবসা শুরু করলে। যখন ধীরে ধীরে আপনার ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে তখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন।

যখন আপনার ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে তখন আপনার একটি ট্রেড লাইসেন্স থাকলে খুবই ভালো হবে। আপনি আর ১০ জনের থেকে এগিয়ে থাকবেন। বাংলাদেশের যদিও অনলাইনে ব্যবসায়ী কোন আইনি বৈধতা বিষয়ক কোনো নিয়ম নেই। তবুও আপনি যদি ব্যবসার একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি কোন ঝামেলায় পড়বেন না।

৬ নাম্বার ধাপে এসে আপনার উচিত একটি ব্যবসায়িক ব্যাংক একাউন্ট খোলা। তাহলে আপনার বড় বড় লেনদেনে সুবিধা হবে। তাই একটি বিশ্বস্ত ব্যাংকে ব্যবসায়িক ব্যাংক একাউন্ট খুলবেন।

ব্যবসার সফল হওয়ার মূলমন্ত্র ক্রেতা দের ভালোভাবে সেবা প্রদান করা। অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে। একটি প্রোডাক্ট দেখিয়ে আর একটি প্রোডাক্ট বিক্রি করবেন এমন করলে আপনি কোনদিন সফল হতে পারবেন না। ক্রেতার কাছে প্রোডাক্ট পৌছানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো ডেলিভারি সার্ভিস প্রদান করতে হবে।

৮ অনলাইনে ব্যবসা করে কোটিপতি:

পৃথিবীর প্রতিটি মানুষ কোটিপতি হতে চাই। তবে কোটিপতি হওয়া এত সহজ নয়। কোটিপতি হতে হলে দরকার মেধা, দক্ষতা, সাহস,পরিশ্রম অভিজ্ঞতা। একই কাজ করে অনেকে হয়ে যায় কোটিপতি আবার অনেকে হয়ে যায় দেউলিয়া। এখানে ভাগ্যেরও বিষয় রয়েছে। 

বর্তমানে অনলাইনে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেয়েছে। তাই অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়া অসম্ভব কিছু নয়। অনলাইনে ব্যবসা করে কোটিপতি হতে ধৈর্য, পরিশ্রম, দক্ষতা, হার না মানার অভ্যাস ও নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস থাকতে হবে। ব্যবসায় লস হবেই তখন মনোবল হারানো যাবে না। 

অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়ার জন্য আপনাকে এমন কিছুর ব্যবসা করতে হবে যেগুলোর চাহিদা বেশি, দাম বাড়ে তবে কমে খুব কম। আপনাকে ক্রেতাদের সাথে ভালো ভাবে কানেক্ট হতে হবে, ব্যবসার প্রচার করতে হবে, পরিচিতি বৃদ্ধি করতে হবে। তাহলে আপনার পণ্য সহজেই বিক্রী হবে। আপনার লাভ বেশি হবে এবং আপনি একসময় কোটি পতি হয়ে যাবেন। তবে কখনোই ধৈর্যহারা হওয়া যাবে না। 

৯ বাংলাদেশে অনলাইন ব্যবসার জন্য কোন পণ্যগুলো ভালো হয়? 

বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষের বসবাস। একেক শ্রেণীর মানুষের পছন্দ একেক রকম। সবাই ভিন্ন স্বাদের মানুষ। বাংলাদেশের মানুষজন খুবই সৌখিন। 

বাংলাদেশে অনলাইন ব্যবসা করার আগে বাংলাদেশে অনলাইন ব্যবসার জন্য কোন পণ্যগুলো ভালো হয় জেনে নিলে আপনার সুবিধা হবে। আপনার উচিৎ লোকেশন অনুযায়ী ব্যবসা করা কারণ বাংলাদেশের সকল জায়গায় একই পণ্য নাও চলতে পারে। তবে কিছু ক্যাটাগরির পণ্য রয়েছে যেগুলো সকল মানুষের প্রয়োজন হয়। তাই বাংলাদেশে অনলাইন ব্যবসার জন্য কোন পণ্যগুলো ভালো হয় তার তালিকা নিচে তুলে ধরা হলো: 
  • মাছে ভাতে বাঙালি জন্য, মাছ ব্যবসা। 
  • খাবারের ব্যবসা 
  • ঘর সাজানো সরঞ্জামের ব্যবসা 
  • কসমেটিক ব্যবসা 
  • বিভিন্ন কম্ব প্যাকেজ এর ব্যবসা 
  • চকলেটের ব্যবসা 
  • চাইনা প্রোডাক্ট এর ব্যবসা 
  • ইউনিক সব গেজেটের ব্যবসা 
  • নতুন নতুন ডিজাইনের জামার ব্যবসা 
  • ইমপোর্টেড জুতার ব্যবসা 
  • মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট এর ব্যবসা

লেখক এর শেষ কথা

চাকরির চেষ্টা না করে ব্যবসা করা উত্তম। ব্যবসা করলে একটা সময় পর অনেক সম্মান অর্জন করা সম্ভব হয়। তাই আজকে আমরা উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে অনেক তথ্য জেনেছি। যেগুলো ব্যবসা করতে কাজে লাগবে। উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া জানার জন্য ব্যবসা শুরু করলে আপনার চলার পথ সুগম হবে।

আজকের আর্টিকেল ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় - অনলাইন বিজনেস প্লান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া - নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কিত আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url